গাজীপুরে পিস্তলসহ সুমন খান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বেগমপুর ফুওয়াং গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন খান ওই এলাকার মাওলানা জামাল উদ্দিন খানের ছেলে।
র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। পরে একটি ফায়ারিং পিন যুক্ত সচল পিস্তল ও পিস্তলের সাথে চড়ানো একটি খালি ম্যাগাজিনসহ সুমন খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস