দেশজুড়ে

মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ সোহেল শাহ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা সেতুর দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের মৃত ফুলমিয়া শাহের ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাঁটুভাঙা সেতুর পাশ থেকে সোহেলকে গ্রেফতার করে দেওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইয়ুব খান বলেন, গ্রেফতার সোহেলের নামে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/বিএ