নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো হ্যাক করে প্রতরাণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বালিতিতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লালন আলী (২৫) লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সিপিসি-২-এর একটি টিম রোববার রাতে বালিতিতা গ্রামে অভিযান চালায়। এসময় ইমো হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লালন আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইলফোন ও পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গ্রেফতার লালন আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের ৯-১০ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে আসছিল। হ্যাকিং করে তারা বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। রেজাউল করিম রেজা/ইউএইচ/এএসএম