চাঁদপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- এনায়েতনগর গ্রামের মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল।
তিনি বলেন, মামলার পরিপেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এর আগে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মতলবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ ওঠে। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীসহ আটজন আহত হন। রোববার (১৪ নভেম্বর) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহেব বাজারে এ ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামি এবং আরও ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্বতন্ত্র প্রার্থী।
নজরুল ইসলাম আতিক/ইউএইচ/এএসএম