নোয়াখালীর তিন শতাধিক শিক্ষার্থী মাদককে না বলেছেন। মুক্তিযুদ্ধের গল্প শুনে তারা মাদককে না বলেন। তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ‘মুক্তির গল্প বলি’ অনুষ্ঠানে সদর উপজেলার কালিতারা মুসলিম গার্লস একাডেমি প্রাঙ্গণে ওই স্কুল ও ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের শপথ পাঠের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান বলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের জন্য কাজ করতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাদকের ভয়ংকর থাবা থেকে দূরে থাকতে হবে। এ শপথ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন বলেন, আমরা যুদ্ধে গিয়েছি সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। আমরা একটি স্বাধীন দেশ চেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছালেহ উদ্দীন চৌধুরীসহ মুসলিম গার্লস একাডেমি ও ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম