মৌলভীবাজারে রোল্যান্ড প্রেন্ট্রিস রনি নামের মুক্তিযুদ্ধের এক কোম্পানি কমান্ডারকে বাদ দিয়ে সরকারি গেজেট প্রকাশে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্ট্রিস।
তিনি বলেন, আমার বড় ভাই রোল্যান্ড প্রেন্ট্রিস রনি একজন বীর মুক্তিযোদ্ধা। জীবন বাজি রেখে তিনিও অন্যান্যদের মত দেশের জন্য লড়াই করেছেন। কিন্তু আজ পর্যন্ত তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগে যথানিয়মে আবেদন করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তা গ্রহণ করা হয়নি।
ডাডলি ডেরিক প্রেন্ট্রিস বলেন, ১৯৭১ সালের ১৬ এপ্রিল ভারতের ত্রিপুরা রাজ্যের পেঁচারতল এলাকায় প্রশিক্ষণ নেন রোল্যান্ড প্রেন্ট্রিস রনি। তিনি কোম্পানি কমান্ডার হিসেবে, ৪ নম্বর সেক্টর কমান্ডার সিআর দত্তের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে তার নাম এক নম্বরে থাকার পরও গেজেটভুক্ত না হওয়ায় হতাশ আমাদের গোটা পরিবার।
এ সময় রোল্যান্ড প্রেন্ট্রিস রনির সহযোদ্ধা সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খায়ের চৌধুরী, মো. জামাল উদ্দিন, সাবেক ডেপুটি জেলা কমান্ডার এসএম মুজিব, সাবেক উপজেলা কমান্ডার মকবুল খান ও বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা শিক্ষাবিদ মায়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী জাগো নিউজকে বলেন, যাচাই-বাছাই কমিটি রোল্যান্ড প্রেন্ট্রিস রনির নাম তালিকায় এক নম্বরে দিয়ে পাঠানো হয়েছে। কোন কারণে গেজেটভুক্ত হলো না বিষয়টি বুঝে আসছে না।
আব্দুল আজিজ/আরএইচ/এএসএম