দেশজুড়ে

নৌকার বৈঠার প্রহারে জেলের মৃত্যু

নৌকার বৈঠার প্রহারে আবদুর রহিম (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে কক্সবাজারের পোকখালী ইউনিয়নের গোমাতলীতে ঈদগাও নদীর মোহনায় এ ঘটনা ঘটে। মাছ ধরার জাল বসানোকে কেন্দ্রে করে এই হামলা হয়।

নিহত আবদুর রহিম (৪০) ঈদগাও উপজেলার পোকখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাট (রিফুজিঘোনা) গ্রামের মৃত আবু আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুর রহিম প্রতিদিনের মতো বাড়ির পূর্ব পাশে নদী মোহনায় মাছ ধরতে যান। এসময় নদীর একই পয়েন্টে জাল বসানোকে কেন্দ্র করে অপর এক জেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেই জেলে নৌকার ওপরই আবদুর রহিমের মাথায় বৈঠা দিয়ে আঘাত করেন। এতে আবদুর রহিম অজ্ঞান হয়ে পড়েন।

নিহতের বড় ভাই জামাল হোসেন বলেন, নদীতে জাল বসানোকে কেন্দ্র করে ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনার আমানু নামের এক জেলে রহিমের মাথায় আঘাত করে। এতে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে যান আবদু রহিম। পরে অন্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/