বান্দরবান পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. কামাল (৩২) নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর শহরের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বান্দরবান টিম। এ সময় সন্দেহভাজন মো. কামালকে (৩২) তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানান, তিনি একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে বান্দরবান আদালত পুলিশের দায়িত্বে কর্মরত আছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এসজে/জিকেএস