বগুড়ার গাবতলীতে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে এ ব্যাপারে মামলা হয়েছে থানায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই শিশুকে ফুসলিয়ে চার কিশোর বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি কান্নাকাটি করে বাড়িতে এসে তার মা ও নানিকে ঘটনা খুলে বলে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
জেডএইচ/