‘স্বপ্ন যে তুই’ ছবিটি নিয়ে বেশ বড় রকমের একটা স্বপ্ন দেখছেন প্রথম জুটিবাঁধা দুই তারকা ইমন ও আঁচল। নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল পরিচালিত এ ছবিটি শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবির গানগুলো ইতিমধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ছবিটির প্রতি দর্শকদের বেশ আগ্রহ রয়েছে দেখে ইমন-আঁচলের স্বপ্নটাও বড় হতে শুরু করেছে। এই প্রথম তারা জুটি বেঁধেছেন ‘স্বপ্ন যে তুই’ ছবিতে। কাজও করেছেন মনপ্রাণ উজাড় করে। কারণ, এ ছবির ফলাফলের ওপর নির্ভর করছে তাদের জুটির ভবিষ্যৎ। ইমন-আঁচল অবশ্য ‘স্বপ্ন যে তুই’ নিয়ে বেশ আশাবাদী। তাদের দু’জনের কথা একটাই, এখনকার দর্শক যে ধরনের ছবি পছন্দ করেন ‘স্বপ্ন যে তুই’ সে ধরনের ছবি। আমাদের বিশ্বাস ছবিটি দর্শকদের ভাল লাগবেই। নতুন প্রযোজনা সংস্থা ইস্টার্ন মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত দুষ্ট প্রেমের মিষ্টি ছবি ‘স্বপ্ন যে তুই’। এ ছবিতে ইমন ও আঁচলের সঙ্গে আরও রয়েছেন আদনান, আফ্রি, সাদেক বাচ্চু এবং জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল সিজন সিক্স’-এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি ও অন্যতম সেরা দুই প্রতিযোগী জামিল আহমেদ ও সজল।