জাতীয়

চাঁদপুরের আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলনে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ. হাদী মিয়ার বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ তুলেছেন আক্তার হোসেন মুন্সি নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সি। তিনি বলেন, ‘আজকে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ. হাদী মিয়ার বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে হাদী সময়ের আবর্তনে আ. হাদী মিয়া নাম ধারণ করেছে। নাম পরিবর্তন করে আওয়ামী লীগের সাইনবোর্ড গায়ে ঝুলিয়ে এলাকায় সব ধরনের অপকর্ম করে যাচ্ছে। তার সংগঠনবিরোধী কর্মকাণ্ড অত্র এলাকার আওয়ামী লীগকে সাধারণ মানুষের কাছে জনসমর্থনহীন করে তুলছে।’

তিনি দাবি করেন, ‘২০০১ সালের পরবর্তী সময়েও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অবস্থা এত খারাপ ছিল না। বর্তমানে হাদী চেয়ারম্যানের মনমতো না হলে কেউ ছাত্রলীগ, যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারে না। দলের অন্য কেউ কথা বললেও তাকে বিভিন্নভাবে হয়রানি, হুমকি-ধামকি দেওয়া হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সে আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’

আক্তার হোসেন মুন্সি অভিযোগ করে বলেন, ‘উঠতি বয়সের ছেলেদেরকে নিয়ে হাদী কিশোর গ্যাং তৈরি করে এলাকার বিভিন্নস্থানে মাদক সরবরাহ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যের জমি দখল, তার মতের বিরোধীদের মারধর, মামলা হামলা তার নিয়মিত কার্যক্রম।’

তিনি আরও বলেন, ‘গত ইউনিয়ন কাউন্সিলে প্রায় ৪০ জন জামায়াত-বিএনপির চিহ্নিত নেতাকর্মীকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করে হাদী। এসব ভোট কাজে লাগিয়ে সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সে জামায়াত-বিএনপির লোকজন ঢুকিয়েছে। এমনকী তিনজন মৃত ব্যক্তিকেও কমিটিতে রাখে। যারা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ার এক বছর আগেই মারা গেছে।’

এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে হাদীকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়ে দলের জন্য কাজ করেন এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি। একইসঙ্গে বর্তমান কমিটি বিলুপ্ত করে পুনরায় কাউন্সিলের মাধ্যমে ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে হাজীগঞ্জের ১নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার বেপারীসহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

আরএসএম/এমআরআর/জেআইএম