দেশজুড়ে

একদিনের ওয়াজ মাহফিলে ১৫৯ অতিথি!

সিরাজগঞ্জের শাহজাদপুরে একদিনের ওয়াজ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ১৫৯ জনকে অতিথি করা হয়েছে। অতিথিদের বিশাল তালিকা ও শ্রেণি-বিন্যাস নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।

তবে আয়োজকদের দাবি, এতিমখানা, হাফেজিয়া ও দাখিল মাদরাসায় অর্থ সহায়তাকারীদের অতিথি হিসেবে সম্মানিত করায় তালিকা দীর্ঘ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বাড়াবিলে ২০১১ সালে আলহাজ রফিকুল ইসলাম দাখিল, হাফেজিয়া ও এতিমখানা চালু হয়। এ প্রতিষ্ঠানের দাখিলে ৩০০ শিক্ষার্থী, হাফেজিয়ায় ১০০ শিক্ষার্থী ও এতিমখানায় ১১ শিক্ষার্থী রয়েছে। এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যক্তিগত ও বিভিন্নজনের অনুদানের অর্থে পরিচালিত হয়।

সূত্র জানায়, প্রতি বছরই অনুদান সংগ্রহ ও নতুন দাতা তৈরি করতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সে ধারাবাহিকতায় এবারও চলতি মাসের ১৩ তারিখ দিন নির্ধারণ করে ওয়াজ মাহফিলের আয়োজন শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ায় তারিখ পরিবর্তন করে ২৯ নভেম্বর পুনরায় নির্ধারণ করা হয়।

মাহফিলে ছয়জন ইসলামী আলোচক ছাড়াও প্রধান অতিথি, উপ-প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি শ্রেণিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৫৯ জনকে অতিথি করা হয়েছে।

এ বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি মোজাম্মেল হক জানান, মাহফিল আয়োজনে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়। অতিথিদের কাছ থেকে ৫-৬ লাখ টাকা অনুদান পাওয়া যায়। সারা বছর প্রতিষ্ঠান পরিচালনা করতে এ অনুদান যথেষ্ট নয়। ফলে অনুদান সংগ্রহ কিছুটা বাড়াতে অতিথির সংখ্যা বাড়ানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস