ভারত থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার কানাইডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ বলেন, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বাড়ি গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস