দেশজুড়ে

চোরাপথে প্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে আটক ১৭

ভারত থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার কানাইডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ বলেন, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বাড়ি গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস