দেশজুড়ে

ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস, এসআই মাহফুজকে চট্টগ্রামে বদলি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা হাজতে আটকে রেখে ঘুষ বাণিজ্যের অভিযোগে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন এক চিঠিতে এ আদেশে জারি করেন।

সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (২১ নভেম্বর) এসআই মোহাম্মদ মাহফুজুর রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এতে তাকে বলতে শোনা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) চরহাজারী ইউনিয়ন থেকে তিনজনকে আটক করে ৩৩ হাজার ৭০০ টাকা আদায় করেছেন। সেখান থেকে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদকে ১৩ হাজার টাকা দিয়েছেন।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এসআই মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হলেও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে পরিদর্শক আবুল কালাম আজাদ ও এসআই মাহফুজুর রহমান ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। অডিওটি যড়যন্ত্র বলেও দাবি করেছেন এসআই মাহফুজ।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস