দেশজুড়ে

কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ ইউপির তথ্য সেবা উদ্যোক্তা আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ জিয়াউল হক বাপ্পী (৩৭) নামে ইউনিয়ন পরিষদের এক তথ্য সেবা উদ্যোক্তাকে আটক করেছে র‍্যাব-১৫।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

আটক জিয়াউল হক পালংখালী ইউনিয়ন পরিষদের বালুখালী বাজারের পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে দু-তিনজন পালিয়ে যায়। কিন্তু আটক হয় জিয়াউল হক। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে বলে স্বীকার করে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজি সালাহউদ্দিন জাগো নিউজকে বলেন, র‍্যাব জিয়াউল হককে ইয়াবাসহ থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সাল থেকে পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছে জিয়াউল হক বাপ্পী। তার মাদক সংশ্লিষ্টতা খুবই দুঃখজনক।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস