দেশজুড়ে

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনকে ওএসডি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মকবুল হোসেনকে ওএসডির করা হয়েছ। একই সঙ্গে বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপক মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এ আদেশের চিঠি রাজশাহীতে পৌঁছেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বোর্ডের কলেজ পরিদর্শক থেকে মো. হাবিবুর রহমান চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মকবুল হোসেনকে বোর্ডে বিশৃঙ্খলা ও নানা অনিয়মের অভিযোগে ওএসডির আদেশ দেওয়া হয়েছে।

ওএসডির বিষয়ে চেয়ারম্যান মকবুল হোসেন জাগো নিউজকে বলেন, আমার কাছে চিঠি এসেছে, অবিলম্বে দায়িত্ব ছেড়ে চলে যেতে হবে। এটির মেয়াদ সাতদিন হতে পারে আবার এক মাসও হতে পারে। তবে কী কারণে আমাকে ওএসডি করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানি না।

ফয়সাল আহমেদ/এসজে/এমএস