বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত এবং তার স্ত্রীসহ অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার ক্যাংঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উথোয়াই নু মারমা (৪২)। তিনি স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও অপর এক প্রতিবেশী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এসআর/এমএস