চট্টগ্রাম নগরের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩ গাড়ি কাজ করছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগ্রাবাদ, বন্দর ও স্যাটেলাইট ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নির্বাপণে কাজ চলছে।
মিজানুর রহমান/এমআরআর/জিকেএস