ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক মহিদুল ইসলাম ও রোজিনা দম্পতির দুটি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। শুক্রবার সকালে বাগবিতণ্ডার একপর্যায়ে মহিদুল ইসলাম তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনা স্থানে তিনি মারা যান।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস