দেশজুড়ে

মানবপাচারের ঘটনায় নৌবাহিনীর ২ মামলা

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় গভীর সাগর থেকে ৬২৫ জনকে উদ্ধারের ঘটনায় ৯৬ জনকে আসামি করে ২টি মামলা করেছে নৌবাহিনী। বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানায় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান মামলা দুটি দায়ের করেন।পতেঙ্গা থানার ওসি শাহাবুদ্দিন আহমেদ বলেন, একটি মামলা হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। অন্য মামলার অভিযোগ মানব পাচার। অনুপ্রবেশের দায়ে ফরেন অ্যাক্টে দায়ের করা মামলায় ৮০ জন মিয়ানমারের নাগরিক এবং মানবপাচার প্রতিরোধ আইনে অপর মামলায় ১৬ জন বাংলাদেশি।মামলায় অভিযুক্ত ৯৬ জন আসামি ছাড়া বাকিদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, সোমবার সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার থেকে মালয়েশিয়া ও থাইল্যান্ডগামী নারী, পুরুষ ও শিশুসহ ৬২৫ জনকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নৌবাহিনীর ঘাঁটিতে এনে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।