রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া ২৬ তক্ষক বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) এসব তক্ষক আদালতের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
রাঙ্গামাটির ঘাগড়া বন স্টেশনের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে পাচারকালে বন বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ২৬টি তক্ষক উদ্ধার করে। এ সময় পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার আদালত আটকদের জেলহাজতে পাঠান এবং উদ্ধার তক্ষকগুলো গভীর বনাঞ্চলে অবমুক্ত করার নির্দেশ দেন। শনিবার আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার ২৬টি তক্ষক ঘাগড়ার বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
শংকর হোড়/এসজে/জেআইএম