লালমনিরহাটের আদিতমারীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রাম থেকে তাদের আটক করা।
আটকরা হলেন- উপজেলার উত্তর তালুক পলাশী গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে মকসুদার রহমান (৫০) ও তার ভাই সহযোগী মনসুর আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে প্রেম করে বিয়ে করেন ওই গৃহবধূ। স্বামী ও শাশুড়ি কাজের জন্য বাইরে থাকায় ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর-। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে সাতদিন ধর্ষণ করেন তিনি।
বিষয়টি ছেলে দেখতে পেয়ে প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর বাড়ি ছেড়ে পালিয়ে যান মকসুদার রহমান।
মো. রবিউল হাসান/আরএইচ/জিকেএস