দেশজুড়ে

বাড়ি আর ফেরা হলো না ছোট্ট সালমানের

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে পানিতে ডুবে সালমান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় সালমানের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

শিশু সালমান ওই গ্রামের সফি উদ্দিনের ছেলে।

সফি উদ্দিন জানান, সকালে ঘুম থেকে জেগে সালমান বাড়ির বাইরে যায়। তাকে দোকান থেকে পাউরুটি কিনে দিয়ে বাড়িতে পাঠাই। সালমান বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন। পরে সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা শিকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম