বগুড়া পাইপ লিক হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে শহরের প্রায় ২০ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা নেকটারের সামনে পাইপ লিক হলে সব লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
বগুড়া বৌ বাজার এলাকায় গৃহিণী সুমি জানান, বেলা সাড়ে ১১টার দিকে রান্না চলাকালিন সময়ে চুলা বন্ধ হয়ে যায়। মনে করেছিলাম ছোটখাটো সমস্যা। পরে জানলাম গ্যাসের মেইন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস না থাকায় পরিবারের সদস্যদের খাবার রান্না করতে বিপাকে পড়েছি।
পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা জানান, ঢাকা- বগুড়া মহাসড়কে চার লেনের কাজ চলছে। ফুলতলা নেকটার অফিসের সামনে রাস্তার কাজ করতে গিয়ে শ্রমিকদের অসাবধানতায় মূল পাইপ লিক হয়। বড় ধরনের ঝুঁকি এড়াতে সব লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, লাইন সচল করতে কাজ চলছে। তবে কিছুটা সময় লাগবে।
এএইচ/এএসএম