প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে ছাত্রলীগের নেতারা তার কুশপুতুল দাহ করেন।
আলালের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ ও সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা চাই দ্রুত তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক। অন্যথায় ছাত্রলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এফএ/এএসএম