রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। তখন বাংলামোটর এলাকার পাশেই একটি টহল টিম ছিল। প্রথমে সেই ইউনিটটি ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ১০তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তবে আগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
টিটি/এএএইচ/এএসএম