দেশজুড়ে

নৌকার কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত যুবক রিহ্যাবে!

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সজিব (২৪) নামের এক যুবককে আটক করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) পাঠিয়েছে পুলিশ।

সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেয়াজপুরে নৌকার কার্যালয়ে হামলার ঘটনায় আটক সজিব মাদকাসক্ত। তাকে সংশোধনের জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, ‘শনিবার ভোরে কাশেম বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে ঢুকে সজিব ভাঙচুর করে। আমি বিষয়টি সুধারাম মডেল থানা পুলিশকে জানিয়েছি। আটক সজিব মাদকাসক্ত। তবে তার ইন্ধনদাতা কে? তাকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি।’

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম