দেশজুড়ে

এক বাইকে তিন কিশোর, ট্রাকচাপায় প্রাণ গেলো একজনের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের ধেরুয়া এলাকায় মাছরাঙ্গা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অনিক ও মহাদেব নামে আরও দুই কিশোর আহত হয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সজিব মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।

পুলিশ ও আহত মহাদেব জানান, তারা তিনজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে ধেরুয়া এলাকায় পৌঁছালে মাছরাঙ্গা ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক মহাসড়কে উঠছিলো। এসময় সজিব মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসেন। সোখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

কুমুদিনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, আহত তিনজনের মধ্যে দুইজন সুস্থ আছেন। এবং একজন মারা গেছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস এম এরশাদ/এফএ/জেআইএম