দেশজুড়ে

কাদের মির্জার নির্দেশে ব্যবসায়ীকে পৌরভবনে আটকে রাখার অভিযোগ

নোয়াখালীর বসুরহাট পৌরসভা ভবনে রূপক মজুমদার (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক রাখার অভিযোগ উঠেছে। তিনি বসুরহাট জিরো পয়েন্টের এইচ আর সিটি কমপ্লেক্সের ‘সাথী ইলেকট্রনিক্স’র মালিক।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে মেয়র কাদের মির্জার নির্দেশে তার লোকজন ওই ব্যবসায়ীকে পৌর ভবনে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়।

বসুরহাট এইচ আর সিটি কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, দুপুরে মেয়র কাদের মির্জার সঙ্গে রাস্তায় দেখা হওয়ার পর ব্যবসায়ী রূপককে আটকের নির্দেশ দেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ গেলে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে পৌরসভার একটি সূত্র জানায়, হিন্দুদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পৌরসভায় ডাকা হয়েছিল। তবে ধরে নেওয়া বা আটক রাখার ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা থেকে আনার পর ওই ব্যবসায়ী বাড়ি ফিরে গেছেন। তাদেরকে অভিযোগ দিতে বললেও তারা কোনো অভিযোগ দেননি।

এ ব্যাপারে জানতে ব্যবসায়ী রূপক মজুমদারের মোবাইলে বার বার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

অপরদিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম