বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনদিনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া কুড়াতলা মাঠে প্রতিযোগিতা শুরু হয়।
সুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জিহাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জিহাদ জানান, গ্রাম বাঙলার ঐতিহ্য সমৃদ্ধ অনেক খেলা ইতোমধ্যে হারিয়ে গেছে। প্রাচীন খেলার অন্যতম ঘোড়দৌড় খেলাটিও প্রায় বিলুপ্তির পথে। তাই সাতাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে অর্ধশতাধিক ঘোড়া অংশ নেয়। প্রতিদিন খেলা দেখতে স্থানীয় শতাধিক গ্রামের পঁচিশ থেকে ত্রিশ হাজার নারী-পুরুষ সমবেত হন।
আরএইচ/এএসএম