দেশজুড়ে

নোয়াখালীর ছয় বিদ্রোহীকে আ’লীগ থেকে অব্যাহতি

নোয়াখালী সদর উপজেলার তিন ইউনিয়নের ছয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক ও দাদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান শিপন, ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৮ নম্বর এওজবালিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. বেলাল হোসেন, ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আলী হায়দার বকশী, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. জসিম উদ্দিন ও সদর উপজেলা আ’লীগের সদস্য মো. মোখলেছুর রহমান।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

তিনি বলেন, অভিযুক্তরা আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাদের কেন দলের সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানাতে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

২ নম্বর দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান শিপন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘আমি এর আগেই গত ৭ ডিসেম্বর নিজেই সদর উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ২ নং দাদপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে দলের কাছে চিঠি দিয়েছি।’

চতু্র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/এআরএ