জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ওই ইউনিয়নের রায়দেরপাড়া আখের আলী মোড়ে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক স্বপন অভিযোগ করেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মোর্শেদ আলম তার ভাই ডা. কামরুল ও হুমায়ুন কবীরের নেতৃত্বে এলাকায় ভীতি ছড়িয়ে দিতে মহড়া দেওয়া হয়। পরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নৌকার অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে।
এসময় অফিসে রাখা বিপুল পরিমাণ পোস্টার ও পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনছার আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম