দেশজুড়ে

মুক্তিযুদ্ধে সম্প্রচার সাংবাদিকতার ভূমিকা নিয়ে গবেষণায় শাকিল

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে প্রেরণা জুগিয়ে মুক্তির গান গাওয়া সেই শব্দ সৈনিকদের আদ্যোপান্ত খুঁজছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. শাকিল সাদমান।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের কোনো প্রশিক্ষিত সেনা বাহিনী ছিল না। আমাদের ছিল এক ঝাঁক তরুণ আর বুকভরা প্রেরণা। আর সেই প্রেরণা যুগিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকরা।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মুক্তিযুদ্ধে সম্প্রচার সাংবাদিকতা নিয়ে গবেষণা করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামের এ তরুণ।

শাকিল জানান, তার নিজ এলাকায়ও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস রয়েছে। তবে যে যেভাবে দেশের জন্য কাজ করেছে তার স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বহির্বিশ্বের আন্তর্জাতিক কোনো ভাষায় রচিত হয়নি। যার ফলে গৌরব গাঁথা এ ইতিহাস দেশের বাহিরে তেমন আলোড়ন সৃষ্টি করেনি।

শাকিল মনে করেন, মুক্তিযুদ্ধে সম্প্রচার সাংবাদিকদের ভূমিকা কম নয়। এম আর আখতার মুকুল, বেলাল মোহাম্মদরাও মুক্তিযোদ্ধাদের চেয়ে কম নন। তাদের সাক্ষাৎকারও তুলে আনার চেষ্টা করছেন তিনি। কারণ এদের অবদানকে অস্বীকার করলে মহান মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম