নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং লিডার’ ইয়াছিন আরাফাত শাকিলকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে বিভিন্ন সময় মেয়েদের প্রলোভনে ফেলে অশ্লিল ছবি-ভিডিও মোবাইলে ধারণ করতো বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঘটলা গ্রামের লন্ডনী মার্কেটের পাশের ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল বেগমগঞ্জের ১৬নং কাদিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিবির পরিদর্শক মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জব্দ মোবাইলের গুগল ড্রাইভ থেকে বিভিন্ন ফোল্ডারের সংরক্ষিত বিভিন্ন মেয়েদের অসংখ্য অশ্লিল ছবি-ভিডিও জব্দ করা হয়।
এ ঘটনায় শাকিলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২৯) হয়েছে। শুক্রবার নোয়াখালীর বিচারিক আদালতে তাকে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম