আজ ১৬ ডিসেম্বর৷ দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে এদিনে বিজয় পায় বাংলাদেশ৷ একই সঙ্গে অর্জন করে লাল-সবুজের পতাকা৷ সে পতাকা উড়িয়ে দিনটি উদযাপন করে দেশের মানুষ৷
বিজয়ের দিনটি স্মরণে দেশের একমাত্র ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবনের দুবলারচরেও ওড়ানো হয়েছে পতাকা৷ একই সঙ্গে মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণ করেছেন এখানকার জেলেরা-মহাজনরা৷
বিজয় দিবস উপলক্ষে এ চরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি প্রদর্শন হয়৷ এ সময় বন কর্মকর্তাসহ পাঁচ হাজার জেলে উপস্থিত ছিলেন৷
দুবলারচরে সাহেবদের প্রধান ও বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বলেন, যুদ্ধের সময় আমরা সুন্দরবনে অবস্থান করেছিলাম৷ তখন খাবারের সমস্যায় পড়তে হয়েছে৷ জেলেরা আমাদের মাছ দিয়ে সহযোগিতা করেছেন৷ তখন শুধু আমরা টানা অনেকদিন মাছ খেয়েই দিন পার করেছি৷ ওই সময় থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আছি৷ তাদের কল্যাণে কাজ করেছি৷
তিনি আরও বলেন, জেলেদের ব্যবসার জন্য দাদন (পুঁজি) দেই৷ তবে এর জন্য কোনো সুদ নেওয়া হয় না৷
শাদরুল আবেদীন/আরএইচ/এএসএম