দেশজুড়ে

সরিষাবাড়ীতে হত্যাচেষ্টার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর জিডি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে (আনারস প্রতীক) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার অভিযোগে থানায় জিডি করেছেন সামস উদ্দিন সামস।

তিনি অভিযোগ করেন, বুধবার (১৫ ডিসেম্বর) রাতে তা বাড়ি ঘেরাও করে তাকে হত্যাচেষ্টা চালানো হয়। এ ঘটনার পর তিনি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বলেও অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামস উদ্দিন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

তিনি জানান, ১৯৯৭ সাল থেকে টানা চতুর্থবারের মতো পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিনি পুনরায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত গাছবয়ড়া গ্রামে তার বাড়ি ঘেরাও করে হামলা চালায়।

সামস উদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মানিকের সমর্থক মিজান মুন্সি, রুবেল মেম্বার, নুরুল ইসলাম বাড়ি ঘেরাও করে তাকে হত্যাচেষ্টা চালায়। এসময় তিনি অন্যবাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও আক্রমণ চালায়। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দলের দুঃসময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু দলের সুসময়ে এমন হামলার শিকার হবো তা কল্পনাও করতে পারিনি। নৌকা প্রতীকের লোকজন কোথাও আনারস প্রতীকের পোস্টার টাঙানো ও নির্বাচনী কার্যালয় স্থাপন করতে দিচ্ছে না। কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি ও মারধর করায় প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ভোটগ্রহণের দিন র‌্যাব-বিজিবি মোতায়েনের দাবিও জানান।

অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। তার অভিযোগের সঙ্গে আমি সম্পৃক্ত নই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জাগো নিউজকে বলেন, সামস উদ্দিনকে হুমকি দেওয়া হচ্ছে মর্মে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

উপজেলা নির্বাচন অফিসার ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাকসুদ আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মো. নাসিম উদ্দিন/ইএ