দেশজুড়ে

যশোরে ট্রাকের ধাক্কায় থ্রিহুইলারের চালকসহ দুজন নিহত

যশোরে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় থ্রিহুইলারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় যাত্রী।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের হৈবতপুরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদরের আরিফপুর গ্রামের আব্দুল মোতলেবের ছেলে থ্রিহুইলার চালক রুহুল আমিন (৩২) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আহত দুজন হলেন ঝিনাইদহ সদরের আরিফপুর গ্রামের মনোয়ার হোসেন (৫৬) ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে সোহরাব হোসেন (৪৫)।

হাসপাতালে ভর্তি মনোয়ার হোসেন জানান, ঝিনাইদহের আরাপপুর বাজার ব্যবসায়ীদের পিকনিকের জন্য শনিবার বিকেলে গাড়ি ভাড়া করতে থ্রিহুইলারযোগে চালকসহ আটজন যশোরে আসেন। সন্ধ্যার পরে তারা ফিরে যাচ্ছিলেন। পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবোঝাই ট্রাক তাদের বহনকারী থ্রিহুইলারকে ধাক্কা দেয়। এসময় থ্রিহুইলার রাস্তায় ছিটকে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ইউসুফ আলীর মৃত্যু হয়।

স্থানীয়রা আহত থ্রিহুইলার চালক রুহুল আমিন (৩২), মনোয়ার হোসেন (৫৬) ও সোহরাব হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুহুল আমিন মারা যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসীম উদ্দীন জানান, আহত দুজনের অবস্থা গুরুতর। তাদের সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এসআর