প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) নিহতের ছেলে মতিউর রহমান রিজভী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় জেদ্দা-মদিনা সড়কে নিজের চালানো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রিজভী জানান, দীর্ঘ ১৪ বছর তার বাবা সৌদি আরবে চাকরি করে আসছিলেন। গত চার বছর বৈধ কাগজপত্র না থাকায় তিনি মালিকের সঙ্গে কথা বলে কাগজপত্র ঠিক করেছেন। ছুটিতে দেশে আসার প্রস্তুতি নেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।

বাড়িতে নিহত ফিরোজ আলমের স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রয়েছে। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলেও পারিবারিকভাবে জানানো হয়েছে।

এদিকে ফিরোজের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে আসার পর পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইকবাল হোসেন মজনু/এমআরএম/এএসএম