টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সিয়াম বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের খাদে পড়ে যায়। এক সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় খাদের পাশে শিশুর হাতে থাকা রুটি বানানোর বেলনা দেখতে পান স্বজনরা। পরে খাদ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস