দেশজুড়ে

আ’লীগের এমপি প্রার্থীর মনোনয়ন ফিরে পেতে মসজিদ-মাদরাসায় দোয়া

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর প্রার্থিতা ফিরে পেতে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলালের উদ্যোগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদ আসর ও বাদ মাগরিব এ দোয়ার আয়োজন করা হয়।

টাঙ্গাইল-৭ আসনে টানা চারবারের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর, ২০ ডিসেম্বর ছিল যাচাই-বাছাই। ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারি।

এ আসনের উপ-নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ আওয়ামী লীগের মনোনয়ন পান। শুভ দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তার প্রচারণা চালাচ্ছিলেন। দলমত নির্বিশেষে মনোনয়ন পাওয়ার অল্প দিনেই তিনি সবার প্রিয় মানুষ হয়ে ওঠেন।

সোমবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির জামিনদার হওয়ায় খান আহমেদ শুভর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এরপর থেকে নৌকার কর্মী-সমর্থকদের প্রচারণা হঠাৎ থমকে যায়। নেতাকর্মী ও সমর্থকদের মনোবল কিছুটা ভেঙে পড়লেও থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রচারণা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে খান আহমেদ শুভ প্রার্থিতা আবারো ফিরে পাবেন বলে আশা করছেন তার কর্মী-সমর্থকরা।

এদিকে শুভর প্রার্থিতা ফিরে পেতে মির্জাপুর শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, থানা মসজিদ, পৌর এলাকার পোস্টকামুরী বড়বাড়ি মসজিদ ও দক্ষিণপাড়া, মুসলিপাড়া, কুতুববাজার, কাঁঠালিয়া, পাহাড়পুর, বাওয়ার কুমারজানি মধ্যপাড়া, দক্ষিণপাড়া জামে মসজিদ, সদরের ইসলামী যুবকল্যাণ দারুল উলুম মাদরাসা ও পোস্টকামুরী দক্ষিণপাড়া রওজাতুল মদিনা মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলাল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, জুয়েল রানা, মারুফ হোসেন, জিয়ারত খান ওইসব মসজিদ ও মাদরাসায় উপস্থিত থেকে এ দোয়ার আয়োজন করেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রিন্সিপাল শাখায় খতিব খান নামক এক ব্যক্তির ছয় লাখ টাকার একটি ঋণের জিম্মাদার ছিলেন খান আহমেদ শুভ। এ ঋণে খেলাপি বলে বাংলাদেশ ব্যাংক থেকে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জাগো নিউজকে বলেন, খান আহমেদ শুভ ঋণ পরিশোধ করেছেন। তিনি ঋণ খেলাপি নন। আমরা সার্টিফাই কপিতে লিখে দিয়েছি। নির্বাচন কমিশনে আপিল করলে তিনি তার প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা করছি।

এস এম এরশাদ/এসজে/এএসএম