দেশজুড়ে

১৫ বছর পর টাঙ্গাইলে সমাবেশের ‘মৌখিক’ অনুমতি পেল বিএনপি

দীর্ঘ ১৫ বছর পর সমাবেশের অনুমতি পেয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোসহ বেশ কয়েকটি দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপি সূত্র জানায়, স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও সমাবেশের অনুমতি মিলেছে আউটার স্টেডিয়ামে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া প্রধান বক্তা থাকবেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর সংবাদ সম্মেলনের মাধ্যমে মৌখিক অনুমতির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান। রাতের মধ্যেই চূড়ান্ত অনুমতি পাওয়া যাবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, দীর্ঘ ১৫ বছর পর টাঙ্গাইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাই সমাবেশ অনেক জাঁকজমক হবে বলে আশা করছি।

অনুমতির বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশের জন্য বিএনপি আবেদন করেছিল। তবে পৌর উদ্যানের সমাবেশের অনুমতি দেওয়া যায়নি। এর পরিবর্তে আউটার স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সমাবেশে যেন কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। সমাবেশস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস