দেশজুড়ে

বকশিগঞ্জের ছাত্রলীগ কমিটি ভুয়া!

জামালপুরে বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি সম্পূর্ণরূপে জাল ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম (নিহাদ) এবং সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতে এটি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটি প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণরূপে জাল ও ভিত্তিহীন। উক্ত কমিটির ব্যাপারে জেলা ছাত্রলীগ অবহিত নয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল জাগো নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এটি ছড়িয়ে দিয়েছে তা জেলা ছাত্রলীগ অবহিত নয়। ওই কমিটি জাল ও ভিত্তিহীন।

নাসিম উদ্দিন/এফএ/এমএস