দেশজুড়ে

অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রায় দেড় ঘণ্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপহৃত ছাত্রীর স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ১৫ ডিসেম্বর দুপুরে স্থানীয় শাহীন ক্যাডেট একাডেমি অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাসায় ফিরছিল। এ সময় কাসেম টেক্সটাইল মিল এলাকার সামনে মেয়েটি পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দেখিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে। ঘটনার সময় কয়েকজন এলাকাবাসী এগিয়ে আসলে অপহরণকারীরা তাদের দুজনকে আহত করে মেয়েটিকে নিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে যায়। ঘটনার সাতদিন পরও মেয়েটির সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তার বাবা-মা।

বুধবার দুপুরে মেয়েটির সন্ধান দাবি ও অপহরণকারীদের বিচার দাবিতে স্থানীয় এলাকাবাসী ও সহপাঠীরা আন্দোলনে নামেন। তারা স্থানীয় কাশেম টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। অবরোধের কারণে ওই মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধারে আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে আন্দোলন প্রত্যাহার করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জাগো নিউজকে বলেন, অপহৃত শিক্ষার্থী উদ্ধারে পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা কাজ করছে। এরইমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আশা করছি দ্রুত অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম