দেশজুড়ে

সাতক্ষীরায় ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়েছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এখলেছার আলী বাচ্চু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে তার বক্তব্য আমাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। তাই তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলার আবেদন আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস