নীলফামারীর ডিমলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৯ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার বর্ধিতসভা শেষে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, ডিমলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শৈলেন চন্দ্র রায়, মাহাবুবুল আলম দুলাল, সাধারণ সম্পাদক উৎপল কুমার সিংহ রায়, পূর্ব ছাতনাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মজিবর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ খান, বালাপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আরফান আল মিছরী বাবলু, খালিশা চাপানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সহিদুজ্জামান কেঞ্জুল এবং ৭নং ওয়ার্ড সদস্য প্রাণ কিশোর রায়।
নীলফামারী জেলা আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ও দলীয় ভাবমূর্তী ক্ষুণ্ন করে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক জানান, ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা বিদ্রোহীদের বহিষ্কারের ঘোষণা দেন। এরপরও আমরা কেন্দ্র এবং জেলা থেকে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাই। কিন্তু তারা সরে আসেননি। ফলে বাধ্য হয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
এফএ/এএসএম