নারায়ণগঞ্জে চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শীতল পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসচালক আনোয়ার হোসেন জানান, চাষাঢ়া থেকে বাসটি ছেড়ে চাঁদমারী এলাকায় আসার সঙ্গে সঙ্গে সামনে থাকা ড্যাসবোর্ডে শর্ট-সার্কিট থেকে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার জন্য সহযোগিতা করেছি। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন বাসচালক।
শ্রাবণ মোবাশ্বির/আরএইচ/জিকেএস