দেশজুড়ে

প্রাণনাশের হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকিতে প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস দখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছে। তাদের হামলায় আনারস প্রতীকের তিন কর্মী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন আমাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। নির্বাচনে র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুর রহমানের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরিষাবাড়ী থানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস