নোয়াখালীর চাটখিলে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন-২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের হারুন অর রশিদ বাহার, নজরুল ইসলাম, ৩ নম্বর পরকোট ইউনিয়নের শাহনেওয়াজ বকশী, ৪ নম্বর বদলকোট ইউনিয়নের সালাউদ্দিন কাদের, ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাসুদ রানা, মেহেদী হাসান বাহালুল, বোরহান উদ্দিন রাব্বানী, ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ইসমাইল করিম মঞ্জু, হারুনুর রশিদ ও আবুল আনছার তুহিন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাটখিলের ৯ ইউনিয়নের নির্বাচনে তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এজন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৪ নম্বর বদলকোট ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সোলায়মানকে অব্যাহতিসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য যুবলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আগামী ৫ জানুয়ারি চাটখিলের ৯ ইউনিয়ন ও ১০ জানুয়ারি নোয়াখলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম