নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার একটি রাজনৈতিক বক্তব্যকে অসম্ভবভাবে বিকৃত করে ধর্মের জায়গায় নেওয়া হয়েছে। ধর্মীয়ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বন্দরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আনোয়ার কাকা (জেলা পরিষদের চেয়ারম্যান) যেদিন আমাকে সমর্থন দিলেন সেদিন একটা বক্তব্যে বলেছিলাম ‘আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন ‘জয় বাংলা বলতে পারি, আমার শেষ ঠিকানা যেন হয় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু।’ অর্থাৎ আমি বলতে চেয়েছি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ করবো। এখান থেকে পিছপা হবো না। এ বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাতটা মসজিদ করেছি। আমার বাবার কাছ থেকে যে জায়গাটা পেয়েছি সেটা মাদরাসায় দিয়েছি। যেখানে ইসলামের জন্য এতো কাজ করেছি সেখানে আমাকেই কাফের ফতোয়া দেয়। আমি আপনাদের সন্তান, ভুলত্রুটি হতেই পারে। ভুল হলে বলবেন। কিন্তু অপপ্রচারে কান দেবেন না।
আইভী বলেন, ইলেকশন আসলেই একটি বিশাল শক্তিধর পক্ষ, নিজেদের স্বার্থ রক্ষায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর যেটা হচ্ছে সেটার পেছনেও অনেকের হাত আছে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম