দেশজুড়ে

নোয়াখালীর দুই উপজেলায় ১০১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৫৮ কেন্দ্রের মধ্যে ১০১টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিংকালে ১৫৮ কেন্দ্রের মধ্যে ১০১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তা কঠোরহস্তে দমন করতে হবে। এসময় তিনি নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৫৮ কেন্দ্রের মধ্যে ১০১টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত সদরের ৯ ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭ ইউনিয়নের ৬৬টি কেন্দ্রের একটানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন।

সদরে মোট ভোটার দুই লাখ ৩৩ হাজার ৭৯৬ ভোট। এরমধ্যে নারী এক লাখ ১১ হাজার ২৬৬ জন ও পুরুষ এক লাখ ২২ হাজার ৫৩০ জন। অন্যদিকে, কবিরহাটে মোট ভোটার এক লাখ ৪৫ হাজার ৬২৪ জন। এরমধ্যে পুরুষ ৭৫ হাজার ৬১১ জন ও নারী ৭০ হাজার ১৩ জন।

জেলা নির্বাচন কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তা, তিনজন কনস্টেবল, ১৮জন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট ২২ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্রাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

ইকবাল হোসেন মজনু/এমএএইচ/